fbpx
কলকাতাখেলাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বাঙালির আবেগ ডার্বি, আইএসএলে ইতিহাস রচনার পথে দুই প্রতিপক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বঙ্গবাসী। মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল আর এটিকে মোহনবাগান। আইএসএল-এর মঞ্চে এবার বাঙালির চিরকালীন আবেগ ডার্বি। হাবাস বনাম ফাউলার লড়াই। দেশের সেরা লিগ আইএসএল। আর আইএসএলের প্রথম ডার্বিতে জয়  হবে কার? এই নিয়ে উৎসুক বাঙ্গালি হৃদয়। আইএসএলের প্রথম ডার্বিতে কি বাজিমাত করবে মোহনবাগান? নাকি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইতিহাসে নাম তুলবে লাল-হলুদ বাহিনী? সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেউ এগিয়ে রাখছেন ফাউলার বাহিনীকে, তো কারও ভোট আবার হাবাস বাহিনীর পক্ষে। শতবর্ষে বাঙালির চিরকালীন ডার্বি ফিরছে নয়া রূপে। মোহন-ইস্টের লড়াই এবার আইএসএল-এ। কিন্তু সবটুকু আবেগ যে কেড়ে নিলেন স্বয়ং ‘ফুটবলের ইশ্বর’! দিয়েগো মারাদোনার মৃত্যুর শোকের ছায়া দুই শিবিরে। ভেঙে পড়েছেন সমর্থকরাও। হুঙ্কার নয়, এখন শুধুই হাহাকার! আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বল গড়ালেই কি বদলে যাবে আবহ?

আরও পড়ুন- সপ্তাহান্তে উধাও শীতের আমেজ, একলাফে বেড়ে গেল তাপমাত্রা

ইতিমধ্যে আইএসএলের প্রথম ম্যাচটি খেলে ফেলেছে এটিকে মোহনবাগান। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে কেরল ব্লাস্ট্রার্সকে হারিয়েও দিয়েছে এটিকে মোহনবাগান। এবার সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে এটিকে মোহনবাগান। অন্যদিকে গত ম্যাচ দেখে নিজের দলের ছেলেদের সেইভাবে ট্রেনিং দিচ্ছেন ইস্টের কোচ রবি ফাউলার। কিন্তু কোচেরা ভালো প্রশিক্ষণ দিলেও দিনের শেষে মাঠে খেলবেন ফুটবলাররা। তাই তাঁদের জয়ের শিরোপা কার মাথায় উঠবে, সেটা তাঁদের প্রস্ততির ওপর নির্ভর করছে।

আইএসএলকে যদি বিদেশি ফুটবলারদের মঞ্চ ধরা হয়, তবে লাল-হলুদ বাহিনী বেশ ঈর্ষণীয়। কারণ লাল-হলুদ বাহিনীতে থাকছে পিলকিংটন, মাঘোমা ও ভ্যানি ফক্স। এই তিনজনই খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল-এ।  অন্যদিকে স্কট নেভিল আর স্টেইনম্যান, ‘এ’ লিগের ফুটবলার। কিন্তু পিছিয়ে নেই হাবাস বাহিনী।  কিন্তু শেষপর্যন্ত জয়ের শীর্ষে কে থাকবে? ইতিহাসের পাতায় নাম তুলবে কোন বাহিনী? তা জানতে হবে অপেক্ষা করতে হবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।

 

 

 

Related Articles

Back to top button
Close