করোনা আক্রান্ত পি চিদাম্বরম পুত্র কার্তি চিদাম্বরম

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র। রবিবারেই করোনা আক্রান্ত হয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এরপরেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল কার্তি চিদাম্বরমের। সোমবার টুইটে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি টুইট করে জানিয়েছেন যে, ‘ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে আছি।’
I have just tested positive for #Covid. My symptoms are mild and as per medical advice I am under home quarantine. I would urge all those who have recently been in contact with me to follow medical protocol.
— Karti P Chidambaram (@KartiPC) August 3, 2020
[আরও পড়ুন- হিন্দুরাষ্ট্রের ভিত্তিপ্রস্তর…..রামমন্দিরের ভূমিপুজো নিয়ে দাবি অযোধ্যাবাসীর]
রবিবার একদিনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাডুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের কারিগরী শিক্ষামন্ত্রী কমলা রানি বরুণ। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গত ১৮ জুলাই তাঁর লালারস পরীক্ষা করা হয়। রিপোর্ট পসিটিভ আসতেই তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুর পরই অযোধ্যা সফর বাতিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।