বধূকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার স্বামী ও শ্বশুর

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: স্বামীর মোবাইলে অশ্লীল ছবি থাকার প্রতিবাদে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ন্যাজাট থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বামনঘেরির ঘটনা। বছর একুশের মল্লিকা সরদারের স্বামী বছর পঁয়ত্রিশের তপন সরদার। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জেরে মল্লিকা বাপের বাড়ি চলে যায়। এরমধ্যে স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে সে। স্বামীর মোবাইল ফোনে অন্য মহিলার অশ্লীল ছবি দেখতে পায় সে। এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা হলেও কোনও মীমাংসা হয়নি।
শনিবার রাতে অশান্তি চরমে উঠলে দুই সন্তানের সামনে তাদের মাকে অর্থাৎ বধূকে স্বামী তপন শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বামী শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত বধুর মামা অশান্ত সরদার। স্বামী তপন সরদার ও শ্বশুর রঞ্জিত সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। ওই বধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ।