মানবিক মুখ পুলিশের, চিকিৎসার জন্য অসহায় বাবাকে অর্থদান

গোপাল রায়, আরামবাগ: গোঘাট থানার পুলিশের মানবিক মুখ। দুঃস্থ, আহতর পাশে দাঁড়ালেন গোঘাট থানার ওসি বঙ্কিম বিশ্বাস। জানা গেছে, গত বুধবার সুলুট গ্রামের বাসিন্দা টোটন রায় নামে এক ব্যক্তি লকডাউনের সময় কাজের তাগিদে বাড়ি থেকে বের হয়েছিল। ওই সময় রাস্তায় পুলিশের গাড়ি দেখে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। ওই সময় টোটন রায় নামে একজন ছুটতে গিয়ে একটি গর্তে পড়ে গিয়ে মারাত্মক ভাবে জখম হন। সেইসময় পুলিশ আহত টোটন রায়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
[আরও পড়ুন- মুর্শিদাবাদে কোভিডে আক্রান্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্বাস্থ্যকর্মীরা]
তার চিকিৎসার জন্য মাঝে মাঝে কিছু টাকা থানার তরফ থেকে দেওয়া হত। সোমবার গোঘাট থানা ওসি বঙ্কিম বিশ্বাস ওই আহত টোটন রায়ের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন পরিবারের হাতে।
এদিন আরামবাগের এসডিপিও নির্মল কান্তি দাস বলেন যে, গোঘাট থানার বড়ো বাবু তিনি নিজে এসপি সাহেব তথাগত বসুর সাথে কথা বলেন এবং এসপি স্যারের উদ্যোগে ও সহযোগিতায় আহত টোটন রায়ের বাবা তপন রায়ের হাতে আর্থিক টাকা তুলে দেন।