নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে এল নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ২১৭ নম্বর বুথ সভাপতি বাবলু মোল্লার বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে। বিভিন্ন কাজের বরাদ পাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ। রবিবার সাপুরজির কাছ থেকে উদ্ধার হয় আরও তিনটি বোমা। ঘটনার তদন্তে টেকনসিটি থানার পুলিশ।শনিবার রাতে বাবলু মোল্লার বাড়ির সামনে তিনটি বোমা মারে বলে অভিযোগ। তাদের অভিযোগ বেশ কিছু দিন ধরে এলাকায় বিভিন্ন কাজের বরাদ নিয়ে ঝামেলা চলছিল তৃণমূল-এর দুই গোষ্ঠীর মধ্যে।
রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর এর অনুগামীদের অভিযোগ, যারা বোমা মেরেছে তারা তাপস চ্যাটার্জীর অনুগামী। এলাকার সমস্ত কাজ বুথ সভাপতির অনুগামীরা করছিল। সেই মুনাফার থেকে তাপস চ্যাটার্জীর অনুগামীদের ভাগ দিতে হবে বলে ঝামেলা হয়। আর সেই কারণে শনিবার গভীর রাতে বোমা মারা হয়। তাদের আরও অভিযোগ, থানায় জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। রবিবার সকালে সাপুরজি এলাকার কিছু দূরে তিনটি বোমা উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনসিটি থানার পুলিশ।