পশ্চিমবঙ্গহেডলাইন
জলপাইগুড়িতে কম্পন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জলপাইগুড়িতে ভূ-কম্পন। শুক্রবার রাত ১২টা নাগাদ এই কম্পন অনুভুত হয়। টানা বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার মধ্যে ফের ভূ-কম্পনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব চেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে ধুপগুড়ি ব্লকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাত ১১টা বেজে ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু৷ ভূগর্ভ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস৷ ফলে সংলগ্ন জলপাইগুড়ি জেলায় কম্পন অনুভূত হয়েছে। কোনও হতা-হত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর নেই৷
গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার মধ্যে হঠাৎ করে কম্পনের কারণে আতঙ্ক ছড়িয়েছে। রাতে বহু মানুষ আতঙ্কের কারণে রাস্তায় বেরিয়ে পড়ে।