কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
দেশ একজন নিষ্ঠাবান নেতা, প্রকৃত মানুষকে হারালো: রাহুল সিনহা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকের প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। শোকবার্তায় তিনি বলেন, ‘ দেশ একজন নিষ্ঠাবান নেতা, প্রকৃত মানুষকে হারালো। ব্যক্তিগত ভাবে ওঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লকডাউন শুরু হওয়ার ১০ দিন আগে আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞানের ভাণ্ডার ছিলেন। আমি ওঁর কাছে অনেক কিছু শিখেছি। আমি ওঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই, ঈশ্বর ওঁদের শোক সহ্য করার শক্তি দিন। আমি ওঁর আত্মার সদগতি কামনা করি।’