যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে ছয় পদক্ষেপের প্রস্তাব দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাষ্ট্রের বিশ্বনেতাদের এই পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তিনি।
আগামী মঙ্গলবার বরিস জনসন ইউরোপের চার দেশের জোট ভিফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন বলে জানা গিয়েছে। এ বৈঠক সামনে রেখেই এই প্রস্তাব রেখেছেন বরিস জনসন। আগামীকাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী জনসন এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ ১১ দিনে পড়ল। গত ২৪ ফেব্রুয়ারি সকালের সামরিক অভিযানের ঘোষণা করেন পুতিন। তার পরেই শুরু হয় যুদ্ধ।
Back to top button