হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, নাকা চেকিংয়ের সময় মৃত ৩

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গভীর রাতে হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। গাড়ি চেকিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। মুম্বই রোডে কলকাতাগামী গাড়ি তল্লাশির সময় মোটর ভেইক্যাল অফিসারের মৃত্যু। রানিহাটি মোড়ের কাছে লরি তল্লাশির সময় পিছন থেকে লরির ধাক্কা। মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ার সহ লরি চালকের। বুধবার রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
একটি কলকাতাগামী লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। সে সময় পিছন থেকে একটি লরি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। লরির গতিবেগ অত্যন্ত তীব্র থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সজোরে ধাক্কা মারেন আগের লরিটিতে। দুমড়ে মুছড়ে যায় দুটো গাড়িই। সিভিক ভলান্টিয়ার ও ওই আধিকারিক গুরুতর আহত হন। চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত দু’জনকে ডাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, একজনকে নার্সিংহোমে আরেকজনকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু মৃত্যু হয় দু’জনেরই।