বাড়ছে সংক্রমণ, বিশ্বজুড়ে আক্রান্ত ১.৯২ কোটি মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ লক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে করোনা ভাইরাসের। উদ্বেগের বিষয় গত কয়েকদিন ধরেই দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছে। আরও নতুন সংক্রমণে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১৯.৬ লক্ষ। অন্যদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৯২,৫৭,৬৪৯ হয়েছে। মৃত বেড়ে ৭,১৭,৬৮৭ হয়েছে। চিনের মূল ভূখণ্ডে আরও ১০ জনের শরীরের করোনা সংক্রমণ। মেক্সিকোয় করোনায় মৃত্যুর সংখ্যা ৫০,০০০ ছাড়াল। এদিকে অন্ধ্রপ্রদেশে নতুন করে ১০,৩২৮জনের কোভিড পজিটিভ এসেছে। এর ফলে দেশে আক্রান্তদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে এই রাজ্য।
আরও পড়ুন : মতুয়া তীর্থ ঠাকুরবাড়ির মাটি ও জল রামমন্দিরের ভূমিপুজোয় ব্যবহার করা হয়েছে: ভিএইচপি
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯০০ জনেরও বেশি ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৭০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও এখনও উদ্বেগজনকভাবে যথেষ্ট বেশি। রাজ্যে একদিনে ৫৬ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ দিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ২ হাজার ৯৫৪ জন নয়া করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮০০ থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার ৭৫৪ জন।