আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ জন

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪পরগনা: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল ১ জন। মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে এক জনকে। ধৃতের নাম মুছা কালি মোল্লা। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পূর্ব রাধানগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পূর্ব রাধানগর এলাকায় বাসিন্দা মুছা কালি মোল্লা গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল। আর এই খবর সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ মুছা কালি মোল্লাকে হাতে নাতে ধরে ফেলে।
ধৃতের কাছ থেকে পুলিশ ৯ টি আগ্নেয়াস্ত্র ৬ টি কার্তুজ উদ্ধার করেছে। এই বিষয়ে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আসে সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ৯ টি আগ্নেয়াস্ত্র ৬ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।