fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বসিরহাটে বাজ পড়ে মৃত ১, আহত ৩

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাটে বাজ পড়ে মৃত ১, আহত ৩। বসিরহাট মহকুমার বসিরহাট থানার উত্তর দেবীপুর এর ঘটনা। বছর পঁচিশের যুবক রামপ্রসাদ দাস, গোপাল দাস সহ ১০ জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল।গতকাল শনিবার বিকেল তিনটে নাগাদ উত্তর দেবীপুর গ্রামে। পুকুরে মাছ ধরার সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে থাকে কিছুক্ষণ পর হঠাৎ বাজ পড়ে ঘটনাস্থলে রামপ্রসাদের মৃত্যু হয়। বাকি তিনজন যুবক গুরুতর জখম হয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের মৃত্যুর খবর বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণপতি পুর বাড়িতে পৌঁছাতেই, মৃত রামপ্রসাদের বাবা হূদরোগে আক্রান্ত হয়ে পড়ে বাড়িতেই। সঙ্গে সঙ্গে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দাস পরিবারের একমাত্র কর্মসংস্থান বলতে রামপ্রসাদ ছিল। তার মাছ ধরা এক রকমের নেশা ও পেশা হিসেবে কাজ করতো। সেই মাছ ধরতে গিয়ে মৃত্যু হলে রামপ্রসাদের। এই ঘটনার জেরে বসিরহাট থানার গণপতি পুর এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। ছেলের মৃত্যুতে বাবা হাসপাতালে চিকিৎসাধীন। রামপ্রসাদের সঙ্গে যাওয়া দশজনের মধ্যে বাকি তিনজন যুবক আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Close