fbpx
অন্যান্যহেডলাইন

বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ১, আহত ৫

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে আরও একবার মর্মান্তিক ঘটনার বলি হলেন এক যুবক। বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। জখম আরও ৫ জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার দমদমা নৌকা ঘাটে। সকলেই একটি নৌকা করে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুর্যোগের কবলে পড়েন ওই ছয়’জন। আহত হয়েছেন নৌকার মাঝি। মৃত যুবকের নাম অভিজিৎ দে (৩০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় সময় পাত্রসায়রের পায়রাসোল গ্রামের বাড়িতে স্ত্রী ও মাকে রেখে ফিরছিলেন অভিজিৎ দে। ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে দ্বারকেশ্বর নদীর দমদমা ঘাটে নৌকায়। নদী পেরোনোর সময় আচমকাই বজ্রপাত হয়। মৃত্যু হয় অভিজিতবাবুর। গুরুতর আহত হন বিষ্ণুপুরের কাটনার মির আজিজুল, বাগড়ার বাসু বাগদি, অরুপ বাগ, তেজপালের রাজু লোহার ও শান্তিপুর কলোনির কমল তফাদার। সকলকেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  চিকিৎসকরা অভিজিৎ দেকে মৃত বলে জানান। বাকিরা চিকিৎসাধীন।

 

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close