গুরুত্বপূর্ণদেশহেডলাইন
লখনৌতে দেওয়াল ধসে প্রাণহানি ১০ জনের, নিহতদের মধ্যে ৩ শিশু

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লখনৌতে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ১০ জনের। ভারী বৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। তাদের তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দেয়াল ধসের পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখছে। তবে হতা-হতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।