পশ্চিমবঙ্গহেডলাইন
কুমারগ্রামে ১০টি সৌর শক্তি চালিত পথ আলো বসানো হল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দশটি সৌর শক্তি চালিত পথ বাতি বসানো হল শনিবার। সৌর শক্তি চালিত পথ বাতি বসানো র কাজে তদারকি করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ জুলি লামা।
আরও পড়ুন: পূর্ব রেলের লোকাল ট্রেনের ভোলবদল, মহিলা কামরায় থাকবে লুকনো ক্যামেরা
তিনি জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে পথ বাতি বসানোর দাবি জানিয়ে আসছিলেন, তাদের দাবীকে মান্যতা দিয়ে এই পথবাতি বসানোর কাজ হল। পাশাপাশি এলাকাবাসী পঞ্চায়েত সমিতির এই উদ্যোগে খুশী।
আরও পড়ুন: তৃণমূল যত বাধা দেবে তত ওরা গাধা হবে: জয় বন্দ্যোপাধ্যায়