করোনা আতঙ্কের মাঝেই চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস! সংক্রমিত ৪৫ জন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সময় যত এগোচ্ছে ততই সংক্রমণের মাত্রা ছাড়াচ্ছে মারণ করোনাভাইরাস। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মাঝে আরও এক নয়া ভাইরাস সকলের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে। সূত্রের খবর, এবার মালয়েশিয়ায় এমন এক করোনা ভাইরাসের সন্ধান মিলল যা ১০ গুণ বেশি সংক্রামক ও ভয়ঙ্কর।
আরও পড়ুন: নারকীয়! নাবালিকাকে ধর্ষণ , সারা শরীর দেওয়া হল সিগারেটের ছ্যাঁকা
জানা গিয়েছে, এক ভারতীয় রেস্তরাঁ কর্ণধার ফেরার পর তাঁর থেকে সংক্রমিত হয়েছেন প্রায় ৪৫ জন। তিনি আবার অনেকদিন আগে দেশ থেকে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন না মানায় পাঁচ মাসের হাজতবাসের সাজা পেয়েছেন। এছাড়া যে ৪৫ জন সংক্রমিত হয়েছেন তাঁদের মধ্যে তিন জনের শরীরে এই নয়া চরিত্রের করোনা ভাইরাসের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের জন্য বেসরকারি বাসের চালু হল ‘ ত্রিধারা’ আসন
মালয়েশিয়ার স্বাস্থ্য অধিকর্তা নূর হিশাম আবদুল্লাহ জানিয়েছেন, ভাইরাসের এমন চরিত্র বদলের জেরে ভ্যাকসিনের আবিষ্কার ও প্রভাব নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল। ভাইরাসের প্রকৃতি বদলে গেলে ভ্যাকসিন আবিষ্কার হলে তা কতটা কার্যকরী হবে তা আলোচনা সাপেক্ষ। রবিবার তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “সাধারণ মানুষকে এবার আরও সতর্ক ও সচেতন হতে হবে। নাহলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই ব্যর্থ হবে।”