
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি সংবাদ মাধ্যমের সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে গ্রেফতার হন আরও ৯ জন যুবমোর্চার কর্মী।
বুধবার কলকাতা প্রেসক্লাবের সামনে শফিকুল ইসলামকে অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপির যুবমোর্চার কর্মীরা। তাঁদের দাবি করোনারি মধ্যেও আরামবাগের বেশ কিছু ক্লাবকে মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান দিয়েছেন। শফিকুল এই খবর সম্প্রচার করার জন্যই গ্রেফতার হয়েছেন।
সৌমিত্র খাঁ বলেন, ‘ আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তি পূর্ণ ভাবে কলকাতা প্রেসক্লাবের সম্পাদককে সাংবাদিককে গ্রেফতারের বিরুদ্ধে স্মারকলিপি দিতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। মহিলা কর্মীরাও হেনস্থা হয়েছেন।’