অধিকারী গড়ে ধস, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ১০০ কর্মী

মিলন পণ্ডা, ভগবানপুর (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুর জেলা মানেই অধিকারী গড়ে হিসাবে পরিচিত। আর সেই অধিকারী গড়েই তৃণমূলে ধস নামলো। সেই অধিকারী গড়ে প্রায় একশোজন তৃণমূল কংগ্রেস পরিবার বিজেপিতে যোগদান করলেন।
তমলুক জেলার যুব মোর্চার সম্পাদক সূর্ষকান্ত বার্গ তৃণমূল ছেড়ে আসা নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েতের শিলাখালি এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা শাসকদলের কর্মী হিসাবে পরিচিত ছিলেন। এদিন সকালে ১০০ জন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর পূর্ব মণ্ডলের সাধারন সম্পাদক বিকাশ গিরি, রাজু জানা সন্দীপ মান্না প্রমুখ। যোগদানের পরই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল জনসভার যোগ দেন। তৃনমুল থেকে বিজেপিতে আসা স্বপন মণ্ডল বলেন, তৃণমূলের আবাস যোজনা, সহ দুর্নীতি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।
বার্গ আরও বলেন, দীর্ঘদিন ধরে শাসক দলের অত্যাচার ও দুর্নীতি সহ্য করতে না পেরে প্রায় একশোজন বিজেপিতে যোগ দেন। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস-এর সাধারণ সম্পাদক কনিস্ক পণ্ডা বলেন এরা বিজেপি কর্মী ছিল। বিজেপি গোষ্ঠী দণ্ড কারনে আলাদা হয়ে গিয়েছিল। তারা ভিতরে ভিতরে বিজেপি করছিল একজোট হল। আমাদের কোনও কর্মী বিজেপিতে যোগদান করেনি।
তমলুক-এর বিজেপি সম্পাদক নবারুন নায়ক বলেন এবার তৃণমূল-এর পতন শুরু হয়েছে। জেলা থেকে এবার হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে। এনিয়ে আমার কাছে একাধিক ফোন এসেছে।