কথা মতো বাংলাকে ১০০০ কোটি দিল কেন্দ্র
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঘোষণা মতো আমফান বিধ্বস্ত বাংলাকে ১০০০ কোটি টাকা সাহায্য করল কেন্দ্র। আমফান বিধ্বস্ত রাজ্য পরিদর্শনে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, ১০০০ কোটি টাকা সাহায্য করা হবে। সেইমতন সাহায্য করা হল।
এক বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই টাকা পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই আমফানের ক্ষতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল রাজ্যে আসবে বলেও জানানো হয়েছে।
সোমবার ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গউবার নেতৃত্বে একটি বৈঠক করে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। এরপরই ১০০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, আমফানে বিপর্যস্ত হয়েছে পশ্চিমবঙ্গের বহু জেলা। প্রায় ৬ দিন কেটে যাওয়ার পরও এখনও বিদ্যুৎহীন বহু এলাকা। এখনও অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা নেই। বহু বাড়ি ভেঙে পড়েছে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে এডিআরএফের পাশাপাশি সেনা নামানো হয়েছে রাজ্যে। ঝড়ের পরে রাজ্যে এসে হেলিকপ্টারে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।