fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

ভোটের জটে পরীক্ষা, বিধানসভা নির্বাচনের পরেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
বিধানসভা ভোটের পরে জুনেই হচ্ছে ২০২১-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। সেই সম্ভাবনা প্রবল। বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে, সেই নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকেই জল্পনা চলছিল। চলতি সপ্তাহেই সেই সম্ভাবনা আরও প্রবল হল। এবার নির্দিষ্ট দিনের পরীক্ষা সূচি প্রস্তাব আকারে পাঠানো হল স্কুল শিক্ষা দফতরে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই সূচি পাঠানো হয়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর কবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই পরীক্ষাসূচি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে। অনুমোদন এলে শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের নোটিফিকেশন জারি করা হতে পারে। যদিও এই বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউ কথা বলতে চাননি। সে ক্ষেত্রে জুন মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তাব গেছে স্কুল শিক্ষা দপ্তরে বলেই সূত্রের খবর।
অন্যদিকে কোরোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় দ্বাদশ শ্রেণী অর্থাৎ আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা ক্লাস রুমে যোগ দিতে পারেনি এখনও। অনলাইনে চলছে ক্লাস। তবে শিক্ষক মহলের একাংশের ধারণা, জুন মাসে যদি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক হয় তাহলে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্লাস করানো যেতে পারে। সে ক্ষেত্রে যতটুকু সিলেবাসের উপর পরীক্ষা হবে ততটুকু সিলেবাস এর উপর বিশেষ ক্লাস করিয়ে তবেই পরীক্ষার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে দুই পরীক্ষার সূচি।

Related Articles

Back to top button
Close