কাটোয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

দিব্যেন্দু রায়, কাটোয়া: কাটোয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। মৃতার নাম দীপা ঢালি(১৬)। সে কাটোয়ার চরপাতাইহাট স্কুলে পড়াশোনা করত৷ শনিবার রাতে নয়াচর গ্রামে মামাবাড়ি থেকে তার ঝুলন্ত দেহটি উদ্ধার হয়। পারিবারিক সমস্যার জেরে মানসিক অবসাদেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে অনুমান স্থানীয়দের।
জানা গেছে, কাটোয়ার পারুলিয়া গ্রামে বাড়ি দীপার। তারা চার বোন। মা-বাবার তৃতীয় সন্তান দীপা। দীপার বাবা তপন ঢালি মা মিনতিদেবীকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করেন। তারপর থেকেই চার মেয়েকে নিয়ে নয়াচরে বাপেরবাড়িতে চলে আসেন মিনতীদেবী। চার মেয়ের খরচ চালাতে তিনি কলকাতার একটি বাড়িতে কাজ শুরু করেন।
পরিবার সুত্রে জানা গেছে, শনিবার নিজের ঘরে পড়াশোনা করছিল দীপা। রাতে খাবার জন্য ডাকতে গিয়ে ওড়নার ফাঁস দেওয়া দীপার ঝুলন্ত দেহটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।