মিলল গুপ্তধনের সন্ধান! ১,১০০ বছর পুরনো ঘড়াভর্তি সোনার মোহর উদ্ধার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে এখন করোনা আবহ চলছে। এহেন অবস্থায় বিশ্বের এক প্রান্তে রীতিমতো মিলল গুপ্তধনের সন্ধান। ইসলামি স্বর্ণযুগের রাশি রাশি স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেল ইজরায়েলে। সে দেশের ইয়াভনে শহরের কাছে খননকাজ চালানোর সময় এই বিপুল সম্পদের সন্ধান পান একদল স্বেচ্ছাসেবক। সোমবার এমনই জানিয়েছেন ইজরায়েলের প্রত্নতত্ত্ববিদরা। এদিকে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশে।
আরও পড়ুন: ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩১ লক্ষ, করোনা টেস্ট একধাক্কায় নেমে এল ৬ লক্ষে
জানা গিয়েছে, ইসরায়েলের যে অঞ্চল থেকে ওই স্বর্নমুদ্রা গুলি উদ্ধার করা হয়েছে সেখানে গত ১৮ অগস্ট কয়েকজন স্থানীয় যুবক বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন। আর মাটিতে কোপ বসাতেই কয়েক যুগ পুরোনো ওই বহুমূল্যবান মুদ্রার খোঁজ পায় তাঁরা। যদিও প্রশাসনের তরফে সোমবার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। তারপরই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। এই বিষয়ে ইজরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ অগস্ট এই গুপ্তধনের হদিশ মেলে।