লকডাউন ৪.০: দেশজুড়ে ১২ ঘণ্টার নাইট কার্ফুর ঘোষণা কেন্দ্রের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৩১ মে অবধি লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে ১২ ঘণ্টার নাইট কার্ফুর ঘোষণা কেন্দ্রের।
জানা গিয়েছে, রাত ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ‘নাইট কার্ফু’র সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১২ ঘণ্টার মধ্যে অনাবশ্যকভাবে রাস্তায় বেরোলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। এই বিষয়ে কোনওভাবেই হালকা অবস্থান নেওয়া হবে না। এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, চতুর্থ দফায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রেড জোন, গ্রিন জোন ও অরেঞ্জ জোন বিভাজন করবে । এবার থেকে আর সম্পূর্ণ গৃহবন্দী থাকতে হবে না । দিনের বেলায় যাতায়াত করতে পারবে মানুষজন । চলবে আন্তঃরাজ্য বাস । জরুরি তথা চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সমস্ত অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের ওঠানামা বন্ধ থাকবে।