মঙ্গলকোটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪ মহিলা সহ ১৩

দিব্যেন্দু রায়, মঙ্গলকোট: মঙ্গলকোটের বকুলিয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় চার মহিলাসহ ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক বলে জানা গেছে। মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে চারজনকে চার দিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, মঙ্গলকোটের বকুলিয়া গ্রামে অজয়নদের বালিঘাটের ওপর কর্তৃত্ব নিয়ে তৃনমুলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এনিয়ে মাঝে মধ্যেই গ্রামে বোমাবাজির ঘটনা ঘটত। সম্প্রতি একটি গোষ্ঠী বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দিন তিনেক আগে গ্রামের এক গৃহবধূকে কটুক্তি করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে । তখন তৃণমূল ঘনিষ্ঠ এক যুবককে বেদম মারধর করা বলে অভিযোগ। যদিও তখন ঠিক সময়ে পুলিশ পৌঁছে যাওয়ায় অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়নি। কিন্তু সোমবার বিকেলে এনিয়ে গ্রামে তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। দেদার বোমাবাজি শুরু হয়ে যায়। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। পাঁচ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন ।
জানা গেছে, বকুলিয়া গ্রামের বাসিন্দা পাপিয়া সরকার নামে এক মহিলা ঘটনার দিন রাতের দিকে ১৭ জনের বিরুদ্ধে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সংঘর্ষে জড়িতদের সন্ধানে অভিযানে নামে পুলিশ। তারপর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে পুলিশ ৪ জন মহিলা সহ ১৩ জনকে গ্রেফতার করে। এদিকে সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার বকুলিয়া গ্রামে গিয়ে দেখা যায় গ্রাম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। গ্রামে চলছে পুলিশি টহল।