fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গ

বাগুইআটি কাণ্ডে মূল অভিযুক্তের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বাগুইআটি কাণ্ডে অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। বার বার সিম কার্ড পালটে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেও শেষরক্ষা হল না। শুক্রবার হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, বার বার সিম কার্ড বদল করছিল মূল অভিযুক্ত। সেই সঙ্গে টাকাও ফুরিয়ে এসেছিল। আত্মীয় ফোন করতেই পুলিশের জালে পড়ে সত্যেন্দ্র। হাওড়া স্টেশনে থেকে থেকে তাকে হাতেনাতে পাকরাও করে। সিসিক্যামেরায় সত্যেন্দ্র হাওড়া স্টেশনে পরনে টি শার্ট ও হাফ প্যান্ট পরে হাঁটার একটি দৃশ্য ধরা পড়েছে।

এদিন আদালতে সত্যেন্দ্রর হয়ে সওয়াল করেননি কোনও আইনজীবী। বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত।

বাগুইআটির জগৎপুরের ২ কিশোর অতনু দে ও অভিষেক নস্কর খুনে বাকি ৪ অভিযুক্তও ১৪ দিনের পুলিশ হেফাজতে আছে।

শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে সিআইডি। দুপুরে তাকে আদালতে পেশ করা হলে কোনও আইনজীবী অভিযুক্তের হয়ে সওয়াল করতে অস্বীকার করেন। সাধারণত ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সমবেতভাবে মামলা লড়তে অস্বীকার করেন আইনজীবীরা। এসব ক্ষেত্রে অভিযুক্তকে আইনি সহযোগিতা করতে বিশেষ নির্দেশ দেয় আদালত।

তবে বারাসত আদালতে অভিযুক্তের হয়ে আইনজীবীদের মামলা লড়তে অস্বীকার করার ঘটনা নতুন নয়। এর আগে মনুয়া কাণ্ডের সময়েও সমবেতভাবে অভিযুক্তের হয়ে মামলা লড়তে অস্বীকার করেছিলেন আইনজীবীরা। ফের একবার ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সেই নজির তৈরি করলেন তারা।

 

 

 

Related Articles

Back to top button
Close