fbpx
দেশহেডলাইন

গুজরাটের পোরবন্দরে করোনায় আক্রান্ত ভারতীয় নৌসেনার ১৬ জন নাবিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এখন ভারতের স্থান তিন নম্বরে! ব্রাজিল এবং আমেরিকার পরেই। এমনকী রাশিয়াও ভারতের পরে। এর মধ্যেই ফের গুজরাটে করোনার থাবা বেশ জোরালো। গুজরাটের পোরবন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় নৌসেনার ১৬ জন নাবিক। এরা সবাই এখনও শিক্ষানবিশ পদে রয়েছেন। গত চার দিনে পোরবন্দরের নৌসেনা ঘাঁটিতে ১৬ জন নাবিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

পোরবন্দরে কোনও সেনা হাসপাতাল না থাকায় এই করোনা আক্রান্ত নাবিকদের জামনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার কথা জানিয়েছেন গুজরাটেরর প্রতিরক্ষা মুখপাত্র পুনীত চাঢা। এর আগে পোরবন্দরের আটজন নাবিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তাঁদেরও জামনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্ত নাবিকরা সম্প্রতি কার কার সংস্পর্শে এসেছে তা খতিয়ে দেখে আরও কয়েকজনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পোরবন্দরের নৌসেনা ঘাঁটিকে ডিসইনফেকটেন্ট করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র। আরও কয়েকজনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Close