১৮ লক্ষ ভারতীয়কে দেশে ফেরাতে উদ্যোগী মোদি সরকার
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছেন যে সমস্ত প্রবাসী ভারতীয়, তাঁদের ৭ মে থেকে তাঁদের উদ্ধার করে দেশে ফেরানোর কাজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এটাই ভারতের সবথেকে বড় উদ্ধারকাজ বলে জানা গেছে। এর আগে এত সংখ্যক বিদেশে বসবাসকারী ভারতীয়কে একসঙ্গে দেশে ফেরানোর কাজ কখনো হয়নি।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, যে সমস্ত অভিবাসী ভারতীয় শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার মুখে প্রথম পর্যায়ে তাঁদেরই উদ্ধার করে আনা হবে।
ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার তিনটি রণতরী মালদ্বীপ এবং আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি প্রস্তুত ৬৪ টি কমার্শিয়াল বিমান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর এই ৬৪ টি উড়ানে করে চলতি সপ্তাহেই প্রথম ধাপে দেশে ফেরানো হবে অন্ততপক্ষে ১৪,৮০০ জন ভারতীয়কে।
ভারতীয় নৌসেনার পাশাপাশি এই উদ্ধারকাজ অভিযানে যুক্ত রয়েছেন ভারতীয় বায়ুসেনাও।এই অভিযানে বায়ুসেনার অন্তত ৩০ টি বিমান ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।