fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মন্তেশ্বরে পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, কালনা: পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের দিন  পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলো বেশ কয়েকজনের বিরুদ্ধে। মন্তেশ্বরের বাঘাসন গ্রামের এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম প্রীতম দাঁ ও বাপি সাঁতরা। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিজেপি কর্মী। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের বাঘাসন গ্রামের বাঘেশ্বরতলায় বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠান ছিলো।অনুষ্ঠানের পরেই পন্চায়েতের প্রধান ছন্দা রায় সহ অন্যান্য পন্চায়েত কর্মীদের উপর হামলা সহ মোটরবাইক ভাঙচুরের অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে।এরপরেই মন্তেশ্বর থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেন। এই বিষয়ে প্রধান ছন্দা রায় বলেন, ‘পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেইসময় বেশ কয়েকজন বিজেপি কর্মী আমাদের উপর হামলা চালায়।বেশ কয়েকজন আহত হয়।মোটরসাইকেল ভাঙচুর করে। থানায় অভিযোগ জানিয়েছি।’ যদিও বিজেপি নেতৃত্বের দাবি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘বিজেপি নেতা কর্মীদের ফাঁসানোর ঘটনা এই রাজ্যে বেড়েই চলেছে।এই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।’

Related Articles

Back to top button
Close