পশ্চিমবঙ্গহেডলাইন
২ সিভিক ভলেন্টিয়ারকে আক্রমণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
নিজস্ব প্রতিনিধি (ঝাড়গ্রাম): দুই সিভিক ভলেন্টিয়ারকে আক্রমণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার বাঁধগোড়া এলাকায়। পুলিশ জামিয়েছেন আহত ওই দুই সিভিক ভলেন্টিয়ারের নাম বাদল সরেন। বাড়ি টিয়াকাটি। আর গৌতম কপাটের বাড়ি শুশনিগেড়িয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই দুই সিভিক ভলান্টিয়ারক ডিউটি ছেড়ে নিজেদের বাড়ি ফিরছিলেন।
সেই সময় বাঁধগোড়া এলাকায় আচমকা ভাবে তাদের উপর তিন দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় আহত হয় দুই সিভিক ভলেন্টিয়ার। তাদেরকে ঝাড়্গ্রাম সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাদের ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।