জঙ্গি দমনে সাফল্য পুলিশের, রাজধানীতে গ্রেফতার ২ খালিস্তানি জঙ্গি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে ফের বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। সূত্রে খবর, সোমবার খোদ রাজধানী দিল্লিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের।
এদিন উত্তর-পশ্চিম দিল্লিতে খলিস্তানপন্থী বব্বর খালসা গোষ্ঠীর গোপন ডেরায় হানা দেয় পুলিশ। দুই জঙ্গির সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। পরে দু’জন ধরা পড়ে। তাদের থেকে ছ’টি পিস্তল এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত দু’জনের নাম ভুপিন্দর, ওরফে দিলাওয়ার সিং এবং কুলওয়ান্ত সিং বলে জানা গিয়েছে। পাঞ্জাবেও তাদের নামে কয়েকটি মামলা আছে।
প্রসঙ্গত আগস্ট মাসে বারমেরের সন্ত্রাস দমন আদালত বব্বর খালসা গোষ্ঠীর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সে ২০০৯ সালে পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ এনেছিল। বিশেষ বিচারক ভমিতা সিং বলেন, “সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব দেখানো উচিত নয়।”
এর আগে জানা যায়, পাকিস্তানেও খলিস্তানপন্থী জঙ্গিরা সক্রিয়। দল খালসা ইন্টারন্যাশনাল (ডিকেআই) নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন গড়ে পাকিস্তান থেকে কাজ চালাচ্ছে তারা।