fbpx
কলকাতাহেডলাইন

ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানে যোগ দিয়েছেন ২০৪৭ মেট্রো কর্মী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক দূরত্ব বজায় রেখেই নিজেদের সুস্থ রাখার লক্ষ্যে ২০৪৭ জন মেট্রো কর্মী যোগ দিয়েছেন ‘ ফিট ইণ্ডিয়া ফ্রিডম রানে।’ গত ১৫ আগস্ট এই দৌড় শুরু হয়েছে।

 

ইতিমধ্যেই অংশগ্রহণ কারীরা ২২ আগস্ট পর্যন্ত ৬২৭৮ কিলোমিটার পথ দৌড়েছেন। এই দৌড় শেষ হবে ২ অক্টোবর। ভারত সরকারের যুব ও ক্রীড়া দফতর যৌথভাবে এই দৌড়ের আয়োজন করেছেন। এই ফ্রিডম রানের ভাবনাটি হলো নিজের পছন্দ মতো রুটে যে কেউ এই দৌড়ে অংশ নিতে পারেন। যতক্ষণ তিনি সক্ষম হবেন ততক্ষণই তিনি দৌড়াবেন বা হাঁটবেন। দৌড়ের মাঝে প্রয়োজনে বিশ্রামও নিতে পারেন। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী, নামি টেবল টেনিস খেলোয়াড় শ্রেয়া ঘোষ, মৌমিতা দত্ত, বাংলার রঞ্জি ক্রিকেটার, ফুটবল খেলোয়াড়রাও এই দৌড়ে অংশ নিয়েছেন।

Related Articles

Back to top button
Close