জাতীয় সড়ক আটকাল ২২টি হাতির দল, এলাকায় আতঙ্ক

সুমিত কার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক এর কার্তিক সংলগ্ন শামুকতলা থেকে হাতিপোতা যাতায়াতকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সড়কে বুধবার বক্সা প্রকল্পের জঙ্গল থেকে উঠে বলে জানা গিয়েছে । ২২ টি হাতি উঠে মাঝ রাস্তায় চলে আসায় রাস্তায় সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত রাখছে সড়কের বিভিন্ন যানবাহন এবং বাইক সহ সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কার্তিকা রেঞ্জ অফিসের বনদপ্তর এর বনকর্মীরা ।হাতি গুলি জঙ্গলে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অসিত সিখদা নামে এক এলাকাবাসী জানান – হঠাতেই দেখা গেল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে ২২টি হাতি, তাৎক্ষনাত ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা এসে হাতিগুলোকে জঙ্গলে ফিরিয়ে দেয় , অনেক সাধারণ মানুষ হাতি গুলি দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন।