fbpx
হেডলাইন

বাংলাদেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রতিবেশি দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ৩ হাজার ৬৮৪ টি নুমনা পরীক্ষায় এ তথ্য মিলেছে। রবিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য দেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[আরও পড়ুন- করোনা আবহে জৌলুষহীন রাখির বাজার]

তিনি বলেন, রবিবার ৩,৬৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

 

 

Related Articles

Back to top button
Close