শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলল একদল ছাত্র যুবক

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলল একদল ছাত্র যুবক। বৃহস্পতিবার দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন রাজ্য সড়কের উপর ছাত্র যুবকের দল ফাঁকা রাস্তা পেয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠে। এদিন সাধারণ ধর্মঘটের ফলে হাট-বাজার দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় দেখা যায়নি বেসরকারি কোন গাড়ি। সরকারি গাড়ি চললেও সংখ্যায় ছিল অনেকটাই কম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ছিল শুনশান। আর এই সুযোগে ক্রিকেট খেলতে দেখা গেল তাদেরকে।
এদিন ফাঁকা রাস্তার উপর ক্রিকেট খেলেন শুভ্রালোক দাস, আকাশ সাহা, টুটুল সরকার, অংশুমালী রায়, দীপ রায়,সৌরভ সরকার প্রমুখ ছাত্র-যুবরা। ধর্মঘট ছাড়া অন্য সময় সকাল থেকেই বিভিন্ন রকম গাড়ি যাতায়াত করে থাকে। ব্যস্ততম ওই রাস্তা দিয়ে চলাচল করাও কখনও কখনও অসম্ভব হয়ে ওঠে। তবে এদিন ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। বেসরকারি গাড়ি চলাচল না করায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কয়েকটি গাড়ি চলাচলের ফলে রাস্তায় সেভাবে ভিড় ছিল না। আর এই সুযোগে বল ব্যাট হাতে নেমে পড়লেন তারা।
ছাত্র যুবদের আকাশ সাহা বলেন, “এখন আগের মত সেভাবে আর খেলা হয় না। তাছাড়াও দিন দিন হারিয়ে যাচ্ছে মাঠ। কখনো কখনো ইচ্ছে থাকলেও উপায় ।থাকেনা। এদিন ধর্মঘটে রাস্তাঘাট ফাঁকা থাকায় কয়েকজন মিলে রাস্তার উপরেই ক্রিকেট খেলতে নেমে পড়ি। বেশ ভালো লাগছে।”
এক ক্রিকেট প্রেমী শুভ্রালোক দাস বলেন, “এদিন ধর্মঘটের ফলে সবকিছু বন্ধ থাকায় রাস্তাতে ছিল না কোন ভিড়। তাই কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে হাসপাতাল মোড় এলাকায় রাজ্য সড়কে ক্রিকেট খেলি।”
এদিন হাট-বাজার দোকানপাট সব বন্ধ থাকলেও পথচারীদের কেউ কেউ বলেন, “ধর্মঘটের ফলে রাস্তাঘাট ফাঁকা থাকায় ছাত্র যুবদের রাস্তার উপর ক্রিকেট খেলা দেখতে বেশ ভালো লাগল।”