বাম ও কংগ্রেসের ডাকা চব্বিশ ঘন্টা ভারত বনধে মিশ্র প্রভাব হুগলিতে

তাপস মণ্ডল, হুগলি : বাম ও কংগ্রেসের ডাকা চব্বিশ ঘন্টা ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়ল হুগলিতে। বৃহস্পতিবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে মিছিল বের করেন বনধ সমর্থনকারীরা। এদিন হুগলির সদর চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, পান্ডুয়া বৈদ্যবাটি আরামবাগ সহ একাধিক জায়গায় পথ অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। এদিন হুগলি জেলার উত্তরপাড়া, শ্রীরামপুর, হুগলি সহ একাধিক রেল স্টেশনে বনধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে রেল অবরোধ করেন। কোথায় আধঘন্টা কোথাও পনেরো মিনিট। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন জিআরপি ও আরপিএফেএ কর্মীরা। পুলিশ বনধ সমর্থনকারীদের হটিয়ে দেন। কোথাও কোথাও বন্ধ উঠে যাওয়ার পর আবার রেল অবরোধ করা হয়। পান্ডুয়ায় একটি এটিএম কাউন্টার ভাঙার চেষ্টা করেন বনধ সমর্থনকারীরা।
এদিন সকাল থেকেই চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ সহ একাধিক জায়গায় বাস চলতে দেখা যায়নি। জেলার একাধিক বাজার ছিল বন্ধ। চুঁচুড়ার ফেরী সার্ভিস চালু থাকলেও যাত্রীর সংখ্যা ছিল অনেকটাই কম। তবে একাধিক জায়গায় বনধ সমর্থনকারীরা ব্যাঙ্ক, পোষ্ট অফিস জোড় করে বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে।
এদিন হুগলি শিল্পাঞ্চলে কয়েকটি জুটমিল খোলা থাকলেও বেশির ভাগ জুটমিল ছিল বন্ধ।
যদিও এদিন বনধ ব্যর্থ করতে পথে নামেনি রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবারই হুগলি জেলা তৃণমূলের তরফে একটি ভিডিও বার্তায় বাম ও কংগ্রেসের ডাকা বনধকে ব-কলমে সমর্থন করার কথা জানান জেলা নেতৃত্ব। এদিন সিটুর হুগলি জেলা সভাপতি মলয় সরকার বলেন, বনধ সম্পূর্ন সফল হয়েছে।