পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৫০ জন
নিজস্ব প্রতিনিধি, (ঝাড়গ্রাম): আবারও বিজেপি ছেড়ে তৃণমুলে যোগদান করল ২৫০ জন বিজেপির কর্মী-সমর্থক। এদিন রবিবার লালগড় জুনিয়ার হাইস্কুলে নব নির্বাচিত তৃণমুলের নেতাদের সংবোর্ধনা সভায় বিজেপির কর্মী সমর্থকেরা যোগাদান করে বলে দাবি তৃণমুলের।
আরও পড়ুন: একুশেই তৃণমূলের বিসর্জন: রাহুল সিনহা
জানা গিয়েছে, এদিন বিনপুর এক ব্লকের বেলাটিকরি, সিজুয়া, রামগড় অঞ্চলের প্রায় ২৫০ বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করেন। বিজেপির স্বজনপোষণ নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দল ছাড়ছেন বলে জানা গিয়েছে। এদিনের সংবোর্ধনা সভায় উপস্থিত ছিলেন, রাজ্য তৃণমুলের সম্পাদক ছত্রধর মাহাত, জেলা তৃণমুলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, জেলা তৃণমুলের যুব সভাপতি শান্তনু ঘোষ সহ একাধিক তৃণমুলের নেতাকর্মীরা। এবিষয়ে তৃণমুলের ব্লক সভাপতি শ্যমল মাহাত বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমুলে যোগদান করেছেন। বিজেপি দলের দুর্নীতির জন্যই দল ছাড়ছেন। “