
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সারদা কাণ্ডে বিপুল অর্থ অনেক ক্ষেত্রে লেনদেন হয়েছিল কোনও নথিপত্র ছাড়াই। এবার এক প্রভাবশালী রাজনীতিকও তার জরিমানা সহ আয়কর নগদে জমা দিয়েছিলেন বলে জানতে পেরেছেন সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, ১০৪ কোটি টাকা জরিমানা সহ নগদ ২৬০ কোটি টাকা আয়কর দফতরে জমা দেওয়া হয়েছিল। সেই কারণে সেই নথিপত্রের হিসেব খতিয়ে দেখতে এবার আয়কর দফতরকেই চিঠি পাঠালেন সিবিআই গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, ২০১৪-১৫ সালে আয়কর দফতরের তরফে একটি স্কিমের ঘোষণা করা হয়। যেখানে বিপুল আয়কর ছাড়ের সুযোগ দেওয়া হয়। সেই সময়ে ওই প্রভাবশালী জনপ্রতিনিধি নগদে ২৬০ কোটি টাকা জমা দেন। ওই সময়ে একসঙ্গে অনেক সংস্থা তাদের আয়কর জমা দেওয়ায় বিষয়টি নজরে আসেনি। সেই কারণেই এবার আয়কর দফতরকে কাছে ওই সংক্রান্ত নথি তলব করেছে সিবিআই।
তদন্তকারী আধিকারিকদের দাবি, সারদা সহ চিটফান্ডের টাকা নগদে জমা দেওয়া হয়েছিল ওই আয়কর স্কিমে। তাই নথি হাতে পেলে অনেক বেআইনি অর্থলগ্নি সংস্থার নগদে টাকা মেটানোর প্রমাণ হাতে আসবে। সেই কারণে ওই নথিপত্র আসার অপেক্ষা করছেন গোয়েন্দারা।