fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গৃহস্থের বাড়ির উঠান থেকে ২৭ টি বিষধর কেউটে উদ্ধার

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: এক গৃহস্থের বাড়ির উঠান থেকে ২৭ টি বিষধর কেউটে উদ্ধার হল। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথতলা গ্রামের বাসিন্দা প্রভাকর মন্ডল এর বাড়ির উঠোন থেকে এই সাপগুলি উদ্ধার হয়। একটি ড্রাম থেকে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাচ্চা এবং দুটি বড় বিষধর কেউটে সাপ পাওয়া যায়।

[আরও পড়ুন- পেঁয়াজের ঝাঁজে নয়, দামে নাজেহাল সাধারণ মানুষ]

প্রভাকর মন্ডল এর ছেলে দীপঙ্কর মন্ডল যখন উঠানে ঘাস পরিস্কার করছিল হঠাৎ সাপের ফোঁসফোঁস শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখতে পায় দুটি কেউটে সাপ। খবর দেওয়া হয় বনদফতরে। বনদফতরের  কর্মীরা  শুক্রবার সকালে  ওই বিষধর কেউটো সাপগুলিকে উদ্ধার করে।

Related Articles

Back to top button
Close