fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

রাতভর টাকা গুনে এখনও পর্যন্ত অর্পিতার রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৮ কোটি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাতভর টাকা গুণে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২৮ কোটি। বেলঘরিয়া টাউন ক্লাবের ফ্ল্যাটে টাকা গুনতে আনা হয় এসবিআই ব্যাঙ্কের ৩ টি জাম্বো ক্যাস কাউন্টিং মেশিন। মোট ৯ টি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনা হয়। এর মধ্যে ৪ টি জাম্বো মেশিন ও ৫ টি ছোটো মেশিন। জাম্বো মেশিনে প্রতি ৩ সেকেন্ডে ১০০ টি করে টাকার নোট গোনা যায়।

বেলঘরিয়ার টাউন ক্লাবের ফ্ল্যাট থেকে টাকা ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর সোনা, জমির দলিল ও আইনি নথি। বুধবার সন্ধে ৬টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে পর্যন্ত টাকা গোনা কাজ চলে।

ইডি সূত্রে খবর, রথতলার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও সোনা ট্রাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডের এসবিআই সদর দফতরে। সেখানেই বাজেয়াপ্ত টাকা ও সোনা রাখা হবে ব্যাঙ্কের ভল্টে। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাতেই সেটি সিল করে দেয় ইডি।

শুক্রবার টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পরেই বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটের হদিশ পায় ইডি। সেখানে অভিযান চালায় তারা।

 

 

Related Articles

Back to top button
Close