মণিপুর ব্লকে ৩ কোটির কেলেঙ্কারি, দোষীদের শাস্তির দাবিতে মহকুমাশাসকের দরবারে কংগ্রেস

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: দক্ষিন হাইলাকান্দির মণিপুর ব্লকে এমজিএনরেগার প্রায় তিন কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাল কংগ্রেস। বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল কাটলিছড়ার মহকুমাশাসক জেমস আইন্ডের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানিয়ে বলেন যে, দক্ষিণ হাইলাকান্দি ব্লকে প্রায় তিন কোটি টাকার বহুল আলোচিত কেলেঙ্কারি অত্যন্ত উদ্বেগের বিষয। তাই ওই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সঞ্জীব রায় মহকুমাশাসক জেমস আইন্ডের মাধ্যমে জেলা উপায়ুক্ত সহ জেলা আরক্ষী অধিক্ষককে অনুরোধ জানান।
[আরও পড়ুন- হাওড়া স্টেশন থেকে উদ্ধার চিনা সামগ্রী, নজরে পার্সেল পরিষেবা]
এপিসসি সাধারণ সম্পাদক সঞ্জীব রায় এদিন বলেন যে, বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ এবং ‘নেবো না, দেবো না’ স্লোগানগুলির তীব্র সমালোচনা করে বলেন, এসব স্লোগান শুধুই কাগজপত্রের মধ্যে রয়েছে। প্রতিনিধি দলটি এদিন লুট করা অর্থ অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে এলাকার উন্নয়নে ব্যয় করার দাবি জানান। কংগ্রেস নেতা সঞ্জীব রায় এদিন হুংকার দিয়ে বলেন যে, অবিলম্বে কেলেঙ্কারির পান্ডাদের গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জেলা প্রশাসন যদি না করে তাহলে কংগ্রেস দল বৃহত্তর গনতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে। কংগ্রেস শেষ অবধি সিস্টেমের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন শুরু করতে বাধ্য হবে বলে জানান তিনি।