
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ট্যাংরায় মেহের আলি স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কাপড়ের গুদাম। সন্ধ্যা নাগাদ ওই কাপড়ের গুদামে আগুন লাগে। আগুন প্রথমে আসে পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও তিনটি ইঞ্জিন। শেষে মোট ১৫টি ইঞ্জিন মিলে আগুন নেভানো কাজ চলছে। গুদাম থেকে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকা খালি করে তাদের নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে তড়িঘড়ি আসে দমকলমন্ত্রী সুজিত বসু। গুদামে দেওয়ালে পাঁচিলেও ফাটল দেখা দিয়েছে। জানা গেছে, গুদামে ফোম, রেস্কিন, কাপড় প্রভৃতি ডাই করে রাখা ছিল। কিভাবে এই আগুন লেগেছে, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। আগুন লাগার খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয়দের দমকল আসতে দেরি করেছে। এদিকে পারিষদ সেই বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, ঠিক সময়েই এসেছে দমকল। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৩ দমকল কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে গুদামের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। গুদামের ছাউনিও ভেঙে পড়েছে। আগুন আশেপাশের গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকার অন্যান্য বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে।