fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জয়পুরে গাছে গাড়ির ধাক্কায় মৃত ৩

পাপ্পা গুহ, উলুবেড়িয়াঃ গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে গাছের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জয়পুর থানার হানিধারা মনসাতলায়। মৃতেরা হল উদয়নারায়নপুরের সিংটির বাসিন্দা প্রিয়ব্রত বোস (২২), লোকনাথ মুখার্জি (২৪) ও হুগলির আরামবাগের বাসিন্দা সায়ন ভান্ডারী (২২) । দুর্ঘটনায় অভিনব ঘোষ নামে এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রিয়ব্রত আদতে উদয়নারায়ণপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে সে হুগলিতে থাকত। শনিবার প্রিয়ব্রত বাড়িতে আসে সঙ্গে আসে সায়ন অভিনব। তারা তাদের আরেক বন্ধু লোকনাথ কে ডেকে নেয় ‌ পরে রাতে চারজনে একসঙ্গে খাওয়া-দাওয়া করে। জানা গেছে বাড়ির সবাই শুয়ে পড়লে প্রিয়ব্রত তার কাকার গাড়ি নিয়ে তিন বন্ধুকে বসিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে রাত দেড়টা নাগাদ গাড়িটি দ্রুতগতিতে উদয়নারায়নপুর থেকে আমতার দিকে আসার সময় হানিধারা মনসাতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বটগাছে ধাক্কা মারলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। চার যুবক গাড়ির মধ্যে আটকে পড়ে।
পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে স্থানীয় বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর প্রিয়ব্রত বরাবর গাড়ি চালানোর সখ ছিল। মাঝেমধ্যেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পরত। শনিবারে সেইরকম বেরিয়ে পড়ার পর এই দুর্ঘটনা। পুলিশ তিনটি মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

Related Articles

Back to top button
Close