
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রবিবার ভোররাতে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ মাওবাদীকে নিকেশ করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। জানা গিয়েছে, রবিবার রাতে দীর্ঘ গুলির লড়াইয়ের পর ৩ মাওবাদীকে খতম করে নিরাপত্তাবাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য মাওবাদীদের জোনাল কমান্ডার অলোক যাদবও রয়েছেন।
বিহারের বড়চট্টি এলাকায় গতকাল রাত থেকেই এই গুলির লড়াই চলছিল। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ৩ মাওবাদীকে নিকেশ করে ২০৫ কোবরা কমান্ডার (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউশন অ্যাকশন) এবং বিহার পুলিশ। পাশাপাশি, এলাকা তল্লাশি একটি একে-৪৭ রাইফেল এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। বিহার পুলিশের দাবি, এই সাফল্য খুব একটা কম নয়। বহুদিন বাদে বিহার থেকে মাওবাদীদের একজন শীর্ষস্তরের নেতাকে নিকেশ করা গেল।
আরও পড়ুনঃ বাংলায় গণতন্ত্র নেই, বিস্ফোরক দিলীপ
প্রসঙ্গত, বাংলা-বিহার-ঝাড়খণ্ড ও ওডিশায় দীর্ঘদিন ধরেই মাওবাদী সমস্যা রয়েছে। কিন্তু তা এখন অনেকটাই কমেছে। তা সত্ত্বেও বেশকিছু এলাকায় বিক্ষিপ্ত মাওবাদী সমস্যা এখনও রয়ে গিয়েছে। সেরকমই এই ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা কয়েকদিন ধরে চলছিল। অবশেষে এদিন বিহার পুলিশ ও কোবরা বাহিনী একযোগে এই অপারেশন ঘটায়।