fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ছত্তিশগঢ়ে খতম ৩ মাওবাদী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ছত্রিশগঢ়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল ৪ মাওবাদী। বুধবার সকালে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে মৃত্যু হয় ৪ মাওবাদীর। এদিন সাংবাদিক বৈঠক করেন বস্তার পুলিশের আইজি পি সুন্দররাজ। এই সাংবাদিক বৈঠকে তিনি ৪ মাওবাদীকে খতম করার বিষয়টি তুলে ধরেন।

[আরও পড়ুন- তুমি একজন যোদ্ধা, এই যুদ্ধে ঠিক জয়ী হবে, সঞ্জয় দত্তকে টুইট যুবরাজ সিং-এর]

তিনি বলেন যে, গোপন সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে পালমপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে ঘাঁটি গেড়েছে বেশ কিছু মাওবাদী। এরপর সুকমার জগরগুন্ডা থানা এলাকায় এক জঙ্গলে অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনী।  রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এই জঙ্গলে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। শুরু হয় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই। দীর্ঘক্ষন দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জন মাওবাদীর। এই মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র-শস্ত্র।

 

 

Related Articles

Back to top button
Close