গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ভারতের বায়ুসেনার শক্তিবৃদ্ধি, ফ্রান্স থেকে আসছে আরও ৩ টি রাফাল বিমান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফ্রান্স থেকে আরও তিনটি যুদ্ধ বিমান আসছে ভারতে। ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলতে বুধবার তিনটি রাফাল বিমান ভারতে আসছে। এই বিমান ভারতের বায়ুসেনার শক্তিকে আরও কয়েকগুন বাড়িয়ে তুলবে।
জানা গিয়েছে যে, ফ্রান্স থেকে আকাশে উড়ে এসে এই তিনটি রাফাল বিমান সোজা ভারতে এসে পৌঁছাবে। জানা গিয়েছে যে, ফ্রান্সের এয়ারবেস থেকে গুজরাটের জামনগর পর্যন্ত সফর নির্ধারণ করা রাফাল বিমানগুলোকে আকাশেই ইন্ধনের যোগান দেবে ফ্রান্সের বিমান।
এর আগে গত ২৯ জুলাই ভারতে এসেছিল ৫টি রাফাল জেট। গত ১০ সেপ্টম্বর সেই জেটগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় পঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে। সবেমিলিয়ে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে ভারত। এর জন্য খরচ পড়বে ৫৯,০০০ কোটি টাকা।