fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

উপত্যকায় পৃথক অভিযানে শীর্ষ লস্কর কম্যান্ডার-সহ খতম ৩ জঙ্গি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। নিহতদের একজন কাশ্মীর পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার।

পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গির একজন শীর্ষ লস্কর ই তইবা কম্যান্ডার  নাসিরউদ্দিন লোন। উল্লেখ্য, এই নাসিরউদ্দিনের বিরুদ্ধে ছয় সিআরপিএফ জওয়ানকে হত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল সোপোরে নাসিরউদ্দিনের হাতে নিহত হন সিআরপিএফের তিন জওয়ান। এর পর ৪ মে হন্দওয়াড়ায় আর এক হামলায় শহিদ হন আরও তিন সিআরপিএফ জওয়ান।

বুধবার সন্ধ্যায় কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে জানানো হয়েছিল, দুই অজ্ঞাত পরিচয় জঙ্গি নিহত হয়েছে। হন্দওয়াড়ার গণিপোরা ক্রালগুন্ড এলাকায় এনকাউন্টার এখনও চলছে। বিশদ পরে জানানো হবে। এর কিছুক্ষণ পরে নিহত এক জঙ্গির পরিচয় পুলিশ নিশ্চিত করে। লস্কর কম্যান্ডারের সঙ্গীর পরিচয় বুধবার গভীর রাত পর্যন্ত জানা যায়নি।

Related Articles

Back to top button
Close