
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উপত্যকার রামবান জেলায় লাগাতার ভারী বৃষ্টির কারণে সোমবার গভীর রাতে ধস নামে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে তিন জনের।
পুলিশ জানিয়েছে, তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে জম্মুর মাহোর অঞ্চলের ধসের নীচ থেকে। মৃতদের মধ্যে রয়েছেন বছর ৩০-এর এক যুবক, তাঁর ২৫ বছরের স্ত্রী এবং ছেলে। জাতীয় সড়কের দায়িত্বে থাকা সিনিয়র পুলিশ সুপার জে এস জোহার জানিয়েছেন, দালওয়াসের কাছে মাটিধসের কারণে ভেঙে গিয়েছে রাস্তার বড় অংশ। এই অংশ মেরামত করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাষ্ট্রধর্ম মীমাংসিত ইস্যু নয়
দালওয়াস-রামবান অঞ্চলে ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচলও। জাতীয় সড়ক কর্তৃপক্ষ মানুষের কাছে আবেদন করেছেন যাতে রামবান, জম্মু, শ্রীনগর এবং উধমপুরের কনট্রোল ইউনিটের কাছে থেকে সম্পূর্ণ তথ্য না নিয়ে এই পথে সফর না করেন। এই নিয়ে একই মাসে দ্বিতীয়বার ধসের কারণে বন্ধ রাখতে হল জাতীয় সড়ক।