পশ্চিমবঙ্গহেডলাইন
ভাঙড়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩ দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে তাদের ধরা হয় ভাঙড়ের কাশীপুর থানার সাতুলিয়া খালপাড় এলাকা থেকে।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আবু বক্কর মোল্লা, সফিকুল মোল্লা ওরফে কালু, ঝন্টু মোল্লা। এদের মধ্যে প্রথমজনের বাড়ি কাশীপুর থানার চিনেপুকুর, বাকি দুজনের বাড়ি কাশীপুর থানার পশ্চিম কাঁঠালিয়া। এদের কাছ থেকে একটি পাইপগান, একটি গুলি, একটি চপার ও লোহার রড উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে ওই এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাশীপুর থানার পুলিশ। পুলিশ যেতেই তারা পালানোর চেষ্টা করে। তিন জন পুলিশের হাতে ধরা পড়ে গেলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের জেরা করে তাদের সঙ্গে আর কারা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।