fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জঙ্গি দলে যোগ দিয়ে গ্রেফতার মাদ্রাসার ৩ শিক্ষক, ১৩ পড়ুয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জঙ্গি দলে যোগ দেওয়ায় মাদ্রাসার ৩ শিক্ষক গ্রেফতার হলেন। মাদ্রাসার ৩ শিক্ষক ছাড়াও ওই জঙ্গিদলে যোগ দিয়েছিলেন ৩ পড়ুয়াও।  PSA আইনে সোপিয়ানের ৩ মাদ্রাসা শিক্ষক এবং পড়ুয়াকে গ্রেফতার করা হয়। সিরাজ-উলুম ইমাম সাহিব নামে ওই মাদ্রাসাটির ওপর আগে থেকেই নজর ছিল পুলিশের। পুলিশের কাছে খবর ছিল যে, ওই মাদ্রাসার পড়ুয়ারা জঙ্গিদের দলে যোগ দিচ্ছে। এই খবর পাওয়া মাত্রই ওই মাদ্রাসা থেকে গ্রেফতার হয় ৩ জন শিক্ষকও। ওই তিন শিক্ষকের নাম আবদুল বাট, মুহাম্মদ ইউসুফ ওয়ানি ও রউফ বাট।  এবার ওই মাদ্রাসার বিরুদ্ধে বরসড় পদক্ষেপ নেবে জম্মু-কাশ্মিড় পুলিশ বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন- ফের দেশীয় প্রযুক্তির ওপর জোর মোদি সরকারের, মোবাইল আর গাড়ির ব্যাটারির জন্য খরচা হবে ৭১ কোটি টাকা]

সোপিয়ান, অনন্তনাগ ও কুলগামের বহু ছাত্র ওই মাদ্রাসাটিতে পড়াশোনা করে।  আর জম্মু-কাশ্মীরের ওই ৩ জেলাতেই জঙ্গিদের উপদ্রব সবথেকে বেশি। এই ঘটনার পরেই কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার জানিয়েছেন যে, মাদ্রাসাটি কাশ্মীরে নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির।
উল্লেখ্য, সোপিয়ানের ওই মাদ্রাসার থেকে পাশ করেছিল সাজাদ বাট। এই সাজাদই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। ওই হামলা শহিদ হন ৪৩ জন জওয়ান।

 

Related Articles

Back to top button
Close