
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সাতসকালেই নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি। রবিবার সকালে সেনার পক্ষ থেকে জানানো হয়, পুলওয়ামার দ্রাবগাম এলাকায় এই এনকাউন্টারটি ঘটে। ঘটনায় মোট তিনজন সন্ত্রাসবাদী নিখোঁজ হয়েছে। তবে তারা কোন দলের তা এখনও জানা যায়নি। জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
জম্মু-কাশ্মীর পুলিশ এক ট্যুইট বার্তায় জানিয়েছে, ‘অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক নানা সামগ্রী উদ্ধার হয়েছে। অনুসন্ধান চলছে’।
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান সন্ত্রাসবাদীরা স্থানীয়, সন্ত্রাসী সংগঠন এলইটি-র সঙ্গে যুক্ত। তাদের মধ্যে একজনকে জুনায়েদ শেরগোজরি হিসাবে চিহ্নিত হয়েছে। গত ১৩ মে আমাদের সহকর্মী শহিদ রেয়াজ আহমেদকে হত্যার সঙ্গে জড়িত ছিল এই জুনায়েদ শেরগোজরি,”
পর পর কয়েকদিনের ঘটনায় উত্তপ্ত জম্ম-কাশ্মীর। একের পর নিহতের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। টেলি অভিনেত্রী, স্কুল শিক্ষিকা, ব্যাঙ্ক ম্যানেজার, পরিযায়ী শ্রমিক জঙ্গিদের গুলির শিকার হয়েছে। ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র।